দেশে করোনা পরিস্থিতির অস্বাভাবিক বৃদ্ধি কারণে দেশের অপেক্ষাকৃত স্বল্প আয়ের মানুষেরা বিনামূল্যে পুরো জুলাই মাস জুড়ে করোনা পরীক্ষার সুযোগ পাবেন।
দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায়, বেশি করোনা পরীক্ষা নিশ্চিত করতে বৃহস্পতিবার স্বাস্থ্য সেবা বিভাগ এই তথ্য জানায়।
আরও পড়ুন: দেশে করোনায় একদিনেই সর্বোচ্চ ১৪৩ জনের মৃত্যু
বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সারাদেশে ৭ দিনের কঠোর লকডাউন শুরু হয়েছে। এই অবস্থায় মানুষের আর্থ-সামাজিক অবস্থার কথা বিবেচনা করে এবং অধিখ করোনা পরীক্ষা নিশ্চিত করার লক্ষ্যেই স্বল্প আয়ের মানুষদের জন্য এই সুযোগ দেয়া হচ্ছে।
পুরো জুলাই মাস জুড়ে দেশের সকল সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে এই নির্দেশনা বলবৎ থাকবে।
আরও পড়ুন: লকডাউন লঙ্ঘন: ঢাকায় গ্রেপ্তার ৫৫০
এদিকে অতীতের সব রেকর্ড ভেঙে করোনায় বৃহস্পতিবার দেশে ১৪৩ জনের প্রাণহানি হয়েছে, যা দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগে গত ২৭ জুন সর্বোচ্চ ১১৯ জনের মৃত্যু হয়েছিল। এনিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৪৬ জনে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ভাইরাসে আরও ৮ হাজার ৩০১ জন আক্রান্ত হয়েছেন। এনিয়ে মোট শনাক্ত ৯ লাখ ২১ হাজার ৫৫৯ জনে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: করোনাভাইরাস: সিলেটে হাসপাতালে শয্যা সংকট, খালি নেই আইসিইউ
এর আগে বুধবার স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ভাইরাসে একদিনে ১১৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ৮ হাজার ৮২২ জন আক্রান্ত হয়েছেন।