দিনাজপুরের বিরামপুরে ‘বিক্ষোভ’ মিছিলের সময় জামায়াতে ইসলামীর ১৬ কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (শুক্রবার) জুমার নামাজ শেষে পূর্বপাড়া জামে মসজিদ এলাকা থেকে তাদের আটক করা হয়।
এদিকে তত্ত্বাবধায়ক সরকার গঠন, দলের আমিরসহ আলেম উলামাসহ দলীয় নেতা-কর্মীদের মুক্তি এবং ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসুচির অংশ হিসেবে ওই মিছিল বের করেছিলেন তারা।
আরও পড়ুন: টেকনাফ সীমান্তে লক্ষাধিক ইয়াবা জব্দ, আটক ৩
আটকরা হলেন- জামিল হাসেন, আব্দুল মান্নান, মোজাফ্ফর রহমান, জিয়াউর রহমান, নুরুজ্জামান, ওমর ফারুক, হাবিবুর রহমান, আনোয়ার হোসেন, রফিকুল ইসলাম;
আক্কাস আলী, ইসমাঈল হোসেন, সামসুদ্দিন আহম্মেদ, আনোয়ার হোসেন, নাঈম ইসলাম, ছেলে তোতামিয়া।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান, তারা যে ১৬ জনকে আটক করেছেন, তাদের জামায়াতের মিছিল থেকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, এসময় উপস্থিত ছিলেন- জেলা উত্তর কমিটির আমীর অধ্যক্ষ আনিসুর রহমান, জেলা নায়েবে আমীর আফজালুল আনাম, জেলা সেক্রেটারি মাওলানা রবিউল ইসলামসহ অন্যান্যরা। শহরের লিলিমোড় থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদিক্ষণ করে বাহাদুর বাজারে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করেছিল তারা।
আরও পড়ুন: সীতাকুণ্ডে উচ্ছেদ অভিযানে হামলায় ইউএনও-ওসিসহ আহত ১০, আটক ৩