এ ঘটনায় এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার নাভারন বাজারের পল্লী ক্লিনিক অ্যান্ড ডায়াগনোস্টিক সেন্টার থেকে চুরি হওয়া শিশুটিকে রাত ১১টার সময় উদ্ধার করা হয়।
বেনাপোলের মানকিয়া গ্রামের নবজাতকের বাবা শরিফুল ইসলাম বলেন,‘আমার স্ত্রী নাসরিন বেগমের প্রসব বেদনা উঠলে বুধবার ভোরে নাভারণে পল্লী ক্লিনিক অ্যান্ড ডায়াগনোস্টিক সেন্টারে ভর্তি করা হয়। সেখানে সকাল ৯টায় সিজারে কন্যা সন্তানের জন্ম হয়। মায়ের পাশে শিশুটি ঘুমিয়ে থাকা অবস্থায় সালমা খাতুন নামে এক নারী সুযোগ বুঝে শিশুটিকে নিয়ে পালিয়ে যায়। পরে মায়ের ঘুম ভেঙে গেলে শিশুটি না দেখে কান্নাকাটি করলে ক্লিনিক কতৃর্পক্ষ শার্শা থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ ঘটনার পর থেকে শার্শা থানার এস আই আবুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে দিনভর অভিযান চালিয়ে রাত ১১টায় ঝিকরগাছা উপজেলার দোষতিনা গ্রাম থেকে সালমা খাতুনকে আটক করে। পরে তার স্বীকারোক্তিতে শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় শার্শা থানায় একটি মামলা হয়েছে।