বেলজিয়ামের বাংলাদেশের দূতাবাস, লুক্সেমবার্গের গ্র্যান্ড ডাচি এবং ইউরোপীয় ইউনিয়নের মিশন বাংলাদেশি নাগরিকদের সতর্ক করে বলেছে, যারা ব্রাসেলসের বাংলাদেশ দূতাবাসের নামে অপরাধ করছে তাদের সম্পর্কে সচেতন হতে।
সোমবার এক বিবৃতিতে ব্রাসেলসে বাংলাদেশ দূতাবাস বলেছে, দূতাবাসের নামে একটি ভুয়া আইএমও অ্যাকাউন্ট খুলে প্রবাসীদের সঙ্গে প্রতারণা ও অপরাধ করার চেষ্টা করছে একটি দল।
দূতাবাস বেলজিয়াম ও লুক্সেমবার্গে বাংলাদেশি কমিউনিটিকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয়েছে বিবৃতিতে।
আরও পড়ুন: শ্রমবাজার সম্প্রসারণে প্রবাসী কল্যাণমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের বৈঠক