ব্রাহ্মণবাড়িয়ায় প্যারোলে এসে শপথ নিলেন মনিরুল ইসলাম নামে এক চেয়ারম্যান। বৃহস্পতিবার সকালে সদরের তালশহর পূর্ব ইউনিয়নে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত শপথ গ্রহণের জন্য প্যারোলে মুক্তি দেয়া হয় তাকে। বৃহস্পতিবার জেলা প্রশাসকের মিলনায়তনে ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর উপজেলার ২০ ইউনিয়নের চেয়ারম্যান শপথ নেন। মনির হোসেন কারাগারে থেকেই নির্বাচনে পাশ করেন। গত ৫ জানুয়ারি ওই ইউনিয়নে নির্বাচন হয়। হেফাজতের সহিংসতার মামলায় নির্বাচনের আগে থেকেই জেলে রয়েছেন তিনি।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ৪০০ টাকার জন্য ছুরিকাঘাতে যুবককে হত্যা, আটক ১
তার বিরুদ্ধে ১৫টি মামলা রয়েছে সহিংসতার। দুই উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ পাঠ করান জেলা প্রশাসক মো. শাহগীর আলম।
এসময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া সদর সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আল মামুন সরকার ও পৌরসভার মেয়র নায়ার কবির।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী ও সহযোগীকে গুলি করে হত্যা