জনগণের কল্যাণ নিশ্চিত করতে এবং দেশকে সমৃদ্ধির দিকে নিয়ে যেতে সব ধরনের ভয়-ভীতি ও লোভের ঊর্ধ্বে উঠে জেলা প্রশাসকদের (ডিসি) আইনানুগ দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন,‘মানুষের কল্যাণের জন্য সব ধরনের ভয়-লোভের ঊর্ধ্বে উঠে বৈধ দায়িত্ব পালন করতে হবে।’
মঙ্গলবার ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত ডিসি সম্মেলন ২০২২-এর উদ্বোধনী অধিবেশনে শেখ হাসিনা এসব কথা বলেন। তিনি তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেন।
শেখ হাসিনা বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নকে বাস্তবায়িত করতে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা এবং বাঙালি জাতিকে মাথা উঁচু করে বিশ্ব মঞ্চে এগিয়ে যেতে সক্ষম করাই তার সরকারের লক্ষ্য।’
আরও পড়ুন: ডিসিদের প্রতি প্রধানমন্ত্রীর ২৪ দফা নির্দেশনা
তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, সুশাসন প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জনের আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে আমাদের পক্ষে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব হবে।’
এ সময় প্রধানমন্ত্রী মাঠ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কোনো মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা দুর্দশায় দিন কাটাচ্ছেন কিনা তা খুঁজে বের করার নির্দেশ দেন।
তিনি বলেন, ‘শহীদ মুক্তিযোদ্ধাদের কোনো পরিবারের সদস্যরা ভিক্ষা করে জীবন যাপন করবে এটা মেনে নেয়া যায় না। ‘অন্তত, যতদিন আমি ক্ষমতায় আছি, আমি তা দেখতে চাই না।’
আরও পড়ুন: জ্ঞানভিত্তিক সমৃদ্ধ দেশ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেন, ‘সরকারের গৃহীত পদক্ষেপ এবং বিভিন্ন দূরদর্শী প্রকল্প বাস্তবায়নের ফলে দেশ উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করেছে।’
তিনি বলেন,‘এখন আমাদের দায়িত্ব অনেকগুণ বেড়েছে। আমাদের আরও এগিয়ে যেতে হবে কেননা বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত করতে হবে।’
শেখ হাসিনা বলেন, ‘দেশ দ্রুত এগোচ্ছে। কিন্তু করোনার কারণে উন্নয়ন যাত্রায় বাধার সৃষ্টি হচ্ছে।’
শেখ হাসিনা মাঠ পর্যায়ের কর্মকর্তাদের গ্রামীণ এলাকার দারিদ্র্য বিমোচনে বিশেষ মনোযোগ দেয়ার এবং তাদের স্বাবলম্বী করে তুলতে নির্দেশ দেন।
এসময় তিনি একটি জেলার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকদের তাদের দায়িত্ব পালনের আহ্বান জানান।
আরও পড়ুন: স্বাস্থ্য খাতে গবেষণা বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর