অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ভর্তুকি বা মূল্যস্ফীতি ব্যবস্থাপনার বিষয়ে সরকার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।
বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান অর্থমন্ত্রী।
এ সময় তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমরা চলতি অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রার ভিত্তিতে কাজ করে যাচ্ছি।’
বিশ্বব্যাংক, আইএমএফ ও এডিবির মতো আন্তর্জাতিক দাতা সংস্থাগুলো যখন নিম্নমুখী বৈশ্বিক প্রবৃদ্ধির আশঙ্কা করছে, তখন বাংলাদেশ কেন উচ্চ প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করতে যাচ্ছে- সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, সরকার চলতি অর্থবছর ২০২১-২২ এর জন্য সাত দশমিক দুই শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য পরিবর্তন করেনি। এছাড়া আগামী অর্থবছরের জন্য প্রবৃদ্ধি সাত দশমিক পাঁচ শতাংশ বিবেচনা করা হচ্ছে।
আরও পড়ুন: বিলাসবহুল পণ্য আমদানি নিয়ন্ত্রণ করা হবে: অর্থমন্ত্রী
সরকার এখনও বিশ্বাস করে বৈশ্বিক পরিস্থিতির কারণে কোনো অনিশ্চয়তা সৃষ্টি না হওয়া পর্যন্ত ঘাটতি বাজেটের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে বলেও জানান অর্থমন্ত্রী।
তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর বিশ্বের সব দেশই মূল্যবৃদ্ধি ও মুদ্রাস্ফীতির সমস্যায় পড়েছে।
তিনি আরও বলেন, ‘তবে আমরা মুদ্রাস্ফীতি ব্যবস্থাপনায় বেশ ভালো অবস্থানে আছি।’
যুদ্ধের কথা উল্লেখ করে তিনি বলেন, যুদ্ধে কমবেশি সব দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, বাংলাদেশও এর প্রভাবের বাইরে নয়।
কামাল বলেন, ‘আজ পর্যন্ত যুদ্ধ অবিলম্বে শেষ হওয়ার কোনো দৃশ্যমান লক্ষণ নেই। তবে আমরা আশা করি যুদ্ধ দ্রুত শেষ হবে।’
আরও পড়ুন: বৈদেশিক ঋণ প্রাপ্তিতে নিরাপদ অবস্থানে বাংলাদেশ: অর্থমন্ত্রী
সর্বজনীন পেনশন ব্যবস্থা নিয়ে সবার সঙ্গে আলোচনা করবে সরকার: অর্থমন্ত্রী