ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদির মৃত্যুতে শুক্রবার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার নরেন্দ্র মোদির কাছে পাঠানো এক শোক বার্তায় শেখ হাসিনা লেখেন, ‘শোক ভারাক্রান্ত হৃদয়ে আমি বাংলাদেশের জনগণ ও নিজের পক্ষ থেকে, আপনার প্রিয় মা শ্রীমতী হীরাবেন মোদির মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।’
হীরাবেন মোদিকে একজন গর্বিত মা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা দেখেছি একজন মা, প্রেরণাদাতা ও পরামর্শদাতা হিসেবে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে তার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ ছিল।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আপনার মায়ের সঙ্গে আপনার মধুরতম সম্পর্ক এবং তার প্রতি আপনার গভীর শ্রদ্ধা, প্রজন্মের পর প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।’
আরও পড়ুন: পিরোজপুর আ.লীগ নেতার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
তিনি বলেন, ‘এটি এমন পারিবারিক মূল্যবোধকে প্রতিফলিত করে, যা আমাদের সমাজ অনাদিকাল থেকে লালন করে আসছে।’
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এবিএম সরওয়ার-ই-আলম সরকার ইউএনবিকে এ তথ্য জানিয়েছেন।
প্রধানমন্ত্রী তার বার্তায় বলেছেন, ‘শোকের এই সময়ে আপনার, আপনার পরিবার ও আত্মীয়-স্বজনের প্রতি আমাদের সমবেদনা রইলো।’
প্রধানমন্ত্রী মৃতের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।