মগবাজারে বিস্ফোরণের ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেছে পুলিশ।
রাজধানীর রমনা থানায় উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম মামলাটি করেন।
রবিবার সন্ধ্যায় মগবাজার ওয়্যারলেস গেইট এলাকায় একটি ভবনে বিস্ফোরণে ঘটনায় আটজন নিহত ও কমপক্ষে ৬৬ জন অহত হয়।
আরও পড়ুনঃ মগবাজারে বিস্ফোরণ: পুলিশের তদন্ত কমিটি
পরের দিন, পুলিশ বিস্ফোরণ ঘটনা অনুসন্ধানের জন্য সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে।
সোমবার (২৮ জুন) পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের অতিরিক্ত পুলিশ কমিশনারকে সভাপতি করে ৭ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আরও পড়ুনঃ মগবাজার বিস্ফোরণ তদন্তে দ্রুত ইতি টানতে নারাজ আইজিপি
বিজ্ঞপ্তিতে বিস্ফোরণের কারণ অনুসন্ধান করার পাশাপাশি বিস্ফোরণ নিয়ন্ত্রণে সুপারিশমালা দিতে বলা হয়েছে। এছাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স গঠিত কমিটির সাথে সমন্বয় করে কাজ করার কথা বলা হয়েছে।
এর আগে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন জানান, মগবাজার ওয়্যারলেস গেইট এলাকায় বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তারা পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন।
দুই কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।