মগবাজার বিস্ফোরণ ঘটনার কারণ উদঘাটন করতে আলাদা বিশেষ তদন্ত কমিটি গঠন করবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক ড. বেনজির আহমেদ। রবিবার সন্ধ্যায় মগবাজার ওয়্যারলেস গেট এলাকায় এক বিস্ফোরণে এখন পর্যন্ত অন্তত আট জন নিহত ও ৫০ জন আহতের খবর পাওয়া গেছে।
সোমবার বিস্ফোরণ স্থল পরিদর্শনের যেয়ে গণমাধ্যমকে এতথ্য জানান পুলিশ প্রধান।
আরও পড়ুন: মগবাজার বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে ৮
বেনজির আহমেদ বলেন, ‘বিস্ফোরণের কারণ উদঘাটনে পুলিশ ফায়ার সার্ভিসের সাথে যৌথভাবে কাজ করবে। এছাড়া ঘটনা তদন্তে বোম্ব ডিসপোজাল ইউনিটের কর্মকর্তাসহ পুলিশ একটি আলাদা তদন্ত কমিটি করবে।’
এসময় এই বিস্ফোরণে জঙ্গী সম্পৃক্ততার ব্যাপারে জানতে চাইলে পুলিশ প্রধান বলেন, ‘জঙ্গী হামলার মাধ্যমে বোমা বিস্ফোরণের ক্ষেত্রে সাধারণত তিন-চার দিকে ক্ষয়ক্ষতি হয়। কিন্তু এই বিস্ফোরণের ফলে ক্ষতি হয়েছে শুধু একদিকে।’
আরও পড়ুন: ভারতে সিলিন্ডার বিস্ফোরণে ৭ জনের মর্মান্তিক মৃত্যু, ভবন ধ্বস
তার মতে, মিথেন গ্যাসের কারণে এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে। তবে, খুব সহজেই মগবাজার বিস্ফোরণের ব্যাপারে দ্রুত ইতি টানবেন না বলে জানিয়ে দেন আইজিপি বেনজির আহমেদ।
এসময় তিনি সাধারণ জনগণকে লকডাউন চলাকালীন সময়ে ঘরে থাকার এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।