চট্টগ্রামে মাদকের টাকা না পেয়ে বাবার ওপর হামলা করে হত্যাচেষ্টার অভিযোগে ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আহত মোহাম্মদ জাফরুল আলম চৌধুরী (৫৯) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ডেপুটি রেজিস্টার। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
অভিযুক্ত ছেলে মো. শাখাওয়াত শাহরিয়ার চৌধুরী (২৭)।
আরও পড়ুন: ‘মাদক’ মামলায় ঠাকুরগাঁওয়ে এক জনের যাবজ্জীবন
এ ঘটনায় শুক্রবার রাতে জাফরুল আলম চৌধুরী বাদী হয়ে ছেলের বিরুদ্ধে একটি মামলা করেন।
মামলার এজাহার সূত্র জানায়, নগরীর পাঁচলাইশ থানাধীন কাপাসগোলা রোড, আকবরশাহ্ লেইন বাসায় অজু করার সময় মাদকাসক্ত ছেলে মো. শাখাওয়াত শাহরিয়ার চৌধুরী সব সময়ের মতো বাবার কাছে মাদক সেবনের জন্য টাকা চায়। এসময় জাফরুল আলম টাকা দিবে না বলে জানালে ছেলে তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি লাথি মেরে বাথরুমে ফেলে দেয়। একপর্যায়ে তাকে হত্যার উদ্দেশে চেয়ার দিয়ে মাথায় আঘাত করলে তিনি গুরুতর জখম হন।
আরও পড়ুন: নারায়ণগঞ্জ থেকে কথিত ২ মাদক ব্যবসায়ী আটক
পরে খবর পেয়ে জাফরুল আলমের ছোট ছেলে ও মেয়ে বাসায় গিয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়া যান।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার জাফরুল আলম চৌধুরী মামলা দায়েরের পর শুক্রবার রাতেই বাসা থেকে ছেলে শাখাওয়াত শাহরিয়ার চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকের টাকার জন্য তিনি তার বাবাকে মারধর করেছেন বলে স্বীকার করেছে।