মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে কাজ করছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
তিনি বলেন, 'মাদক নিয়ন্ত্রণে আমরা বেশ কিছু উদ্যোগ নিয়েছি ।'
সোমবার সচিবালয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজিত বেসরকারি মাদক নিরাময় কেন্দ্রগুলোর মধ্যে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন ।
আরও পড়ুন: ‘মাদক’ নির্মূলে বিশেষ ইউনিট গঠনের দাবি জিএম কাদেরের
মন্ত্রী বলেন, যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করার জন্য এই সরকার কাজ করছে । এ জন্য সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে ।
আসাদুজ্জামান খান বলেন, মাদকাসক্তদের চিকিৎসা বাড়ানোর লক্ষ্যে বেসরকারি নিরাময় কেন্দ্রে অনুদান দেয়ার বিষয়টি বাংলাদেশ আওয়ামী লীগের ২০১৮ সালের নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত ছিল । আর এরই প্রেক্ষিতে বেসরকারি মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রগুলোর সক্ষমতা বাড়ানোর মাধ্যমে চিকিৎসা ব্যবস্থা উন্নত করার জন্য সরকার অনুদান দেয়ার কাজ হাতে নিয়েছে।
আরও পড়ুন: পরীমনি: নাসির উদ্দিন সহ ৫ জনের বিরুদ্ধে মাদক মামলা
উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশে বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র ৩৬০ টি , যার বেড সংখ্যা ৪৬৩৮ টি। ২০২০ সালে সরকারি পর্যায়ে ১৪৯৫২ ও বেসরকারি পর্যায়ে ১৫১৮১ জন মাদকাসক্ত রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে ।
গত বছরের মতো এবারও নিরাময় কেন্দ্রে অনুদান বাবদ ১ কোটি ৫০ পঞ্চাশ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।