ফরিদপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেকের ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত।
জরিমানা অনাদায়ে তাদের আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
রবিবার(২৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় দেন।
আরও পড়ুন: সিরাজগঞ্জে মাদক রাখার দায়ে যুবকের যাবজ্জীবন
বিকালে ফরিদপুর জজ কোর্টের আইনজীবী শাহ মো. আবু জাফর এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, ফরিদপুর শহরের উত্তর আলীপুর মহল্লার পান্নু বিশ্বাস(৫৪) ও সাতক্ষীরার কলারোয়া উপজেলার রামভদ্রপুর গ্রামের রিপন গাজী(৩৮)।
রায় ঘোষণার সময় পান্নু বিশ্বাস আদালতে হাজির থাকলেও অপর আসামি রিপন গাজী পলাতক রয়েছেন।
২০১৩ সালের ১৭ মে ফরিদপুর কোতয়ালী থানায় র্যাবের ডিএডি মো. ফিলিপ্স আলি বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এ মামলাটি দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৭ মে সন্ধ্যায় ফরিদপুর সদরের গঙ্গাবর্দী বেইলি সেতু এলাকায় একটি মোটরসাইকেল থেকে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি প্লাস্টিকের ব্যাগে রাখা ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এছাড়া তাদের চালিত একটি ওয়ালটন মোটরসাইকেল জব্দ করা হয়। আসামিরা ভারতের সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে ফরিদপুর শহরসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে।
আরও পড়ুন: স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা: নারায়ণগঞ্জে ৪ জনের মৃত্যুদণ্ড, ১ জনের যাবজ্জীবন
বিশ্বজিৎ হত্যা মামলা: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার