চলচ্চিত্র ‘বঙ্গবন্ধু’ দ্রুত শেষ করার বিষয়ে বাংলাদেশ ও ভারত সম্মত হয়েছে। বঙ্গবন্ধুর জীবনী নিয়ে নির্মিতব্য এই চলচ্চিত্র আগামী বছরের মার্চ মাসে আন্তর্জাতিকভাবে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
মঙ্গলবার নয়াদিল্লিতে তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধি দলের সঙ্গে ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বৈঠক করেন এবং এই বিষয়টি নিয়ে আলোচনা করেন।
তারা সম্প্রচার ও বিনোদনের ক্ষেত্রে পারস্পরিক স্বার্থ রক্ষায় দুই দেশের মধ্যে সম্পর্ককে আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন। দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন।
অনুরাগ ঠাকুর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর ওপর চলচ্চিত্র ‘বঙ্গবন্ধু’ এর নির্মাণ কাজ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ‘চলচ্চিত্রটি বড় অংশের কাজ সম্পন্ন হয়েছে।’
আরও পড়ুন: প্রেস ক্লাব অব ইন্ডিয়ায় ‘বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার’ উদ্বোধন
ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরোর উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘আমি আশা করছি, কোভিড পরিস্থিতি ভালো হলে ২০২২ সালের মার্চের মধ্যে সিনেমাটির নির্মাণ কাজ শেষ হবে এবং ওই মাসেই আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে।’
এ সময় ড. হাসান মাহমুদ পারস্পরিক স্বার্থ ও সহযোগিতার বিষয়ে আলোচনার আয়োজনের জন্য অনুরাগ ঠাকুর ও তাঁর দলকে ধন্যবাদ জানান। তিনি সম্পর্ক জোরদারে ভারত সরকারের গৃহীত সক্রিয় পদক্ষেপের প্রশংসা করেন এবং ২০২১ সালের মার্চ মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের কথা স্মরণ করেন।
আরও পড়ুন: দিল্লি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার