ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় মুঠোফোনে ডেকে নিয়ে ৯ম শ্রেণির এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ঢোলারহাট ইউনিয়নের হারাগাছ গ্রামে সোমবার মধ্য রাতে এ ঘটনা ঘটলেও মঙ্গলবার রাতে মেয়েটিকে পুলিশ হাসপাতালে নিয়ে আসলে বিষয়টি জানাজানি হয়।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অপহরণ ও ধর্ষণ মামলার প্রস্তুতি চলছে বলে জানান মেয়েটির ভগ্নিপতি।
ওই স্কুল ছাত্রীর বাবা জানান, ঘটনার দিন রাত ১২ টার দিকে পরিবারের সবাই রাতের খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়ে। পরে রাত আনুমানিক দেড়টার দিকে তিনি বাড়ির আঙিনায় মেয়ের কান্নার আওয়াজ পেয়ে ঘর থেকে বের হয়ে দেখেন তার মেয়ের গাল বেয়ে রক্ত ঝরছে। শরীরের বিভিন্ন স্থানে আচড়ের চিহ্ন। পরে রাতেই ঢোলারহাট বাজারের পল্লী চিকিৎসক লিজা বিশ্বাসের কাছে প্রাথমিক চিকিৎসা দিয়ে স্থানীয় মেম্বারকে বিষয়টি জানান। পরদিন সকালে স্থানীয় মেম্বার ও মেয়েকে নিয়ে রুহিয়া থানায় নিয়ে গেলে পুলিশ ভিকটিমকে হাসপাতালে নিয়ে যায়।
আরও পড়ুন: ময়মনসিংহে দুই গারো তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫
হাসপাতালের বেডে কান্নাজড়িত কণ্ঠে ভুক্তভোগী স্কুলছাত্রী জানায়, ঘটনার দিন তার ‘প্রেমিক’ ইসলামনগর হাইস্কুলের ১০ম শ্রেণির ছাত্র ও পুরাতন ঠাকুরগাঁও দেবিগঞ্জ গ্রামের সুজনের ফোন পেয়ে বাড়ির সবার অগোচরে ঘর থেকে বের হয়ে আসে। পরে তাকে মোটরসাইকেল যোগে একটি মুরগির খামারের ভিতরে নিয়ে গিয়ে সুজন, আশরাফুল, বিপ্লব, আরিফসহ চার-পাঁচজন মিলে ধর্ষণ করে। এ সময় সে অজ্ঞান হয়ে পড়ে। পরে জ্ঞান ফিরে দেখে সে তার বাড়ির পাশের রাস্তায় পড়ে রয়েছে। পরে সেখান থেকে কোনরকমে সে বাসায় পৌঁছায়। এসময় মেয়েটি এ ঘটনার জন্য দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
এ বিষয়ে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায় বলেন, লিখিত অভিযোগ পাইনি। মেয়েটির বর্ণনামতে ঘটনাস্থল শনাক্ত করা হয়েছে। আসামিদের চিহ্নিত করার চেষ্টা চলছে। এছাড়া গতকাল বুধবার ভিকটিমের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে, জানান এই পুলিশ কর্মকর্তা।
আরও পড়ুন: চাঁদপুরে স্কুলশিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩
কক্সবাজারে সংঘবদ্ধ ধর্ষণ, ভিন্ন ভিন্ন বক্তব্য কাম্য নয়: হাইকোর্ট