মেহেরপুরের গাংনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী গাংনী পৌরসভার চৌগাছা গ্রামের রেজানুল হক ইমন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল আদালতে মামলাটি দায়ের করেন।
আরও পড়ুন: সিলেটে সাংবাদিক নিহতের ঘটনায় পুলিশ কর্মকর্তাসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা
মামলায় গাংনী বাসস্ট্যান্ড এলাকার ছাত্রলীগ কর্মী তন্ময়কে প্রধান আসামি করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেকসহ ৩৭ জনের নাম উল্লেখ করা হয়েছে।
রেজানুল হক ইমন বলেন, ‘মামলাটি আমলে নিয়ে আদালতের বিচারক মঞ্জুরুল ইমাম গাংনী থানাকে এফআইআরের নির্দেশ দেন।’
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে বলেন, ‘আদালতের নির্দেশে মামলাটি এফআইআরভুক্ত করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’
মামলার অন্যান্য আসামিরা হলেন- গাংনী উপজেলা ছাত্রলীগের বিপ্লব হোসেন (৩০), সাবেক ছাত্রলীগ নেতা শিশিরপাড়া গ্রামের জীবন আকবর (৩০), গাংনী সরকারি ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ধর্মচাকী গ্রামের শাহিনুজ্জামান (২৫), চৌগাছা গ্রামের ছাত্রলীগ নেতা পিন্টু (২৮), গাংনী মাদরাসাপাড়ার রেজাউল হক (২৫), গাংনী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু (৩৮), চৌগাছা গ্রামের যুবলীগ নেতা মিলন (৪০), জালশুকা গ্রামের ছাত্রলীগ নেতা ওবায়দুল (২৫), চৌগাছা গ্রামের রকিব (৩৮), থানাপাড়া এলাকার হাবিবুর (২৮), শিশিরপাড়া গ্রামের রমজান আলী (৪৫), বান্টু (৫০), গাংনী বাজারপাড়া এলাকার মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক (৩৭), গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন, গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী, মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহমেদ, ষোলটাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার পাশা, রাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু, বামন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান কমল, গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিক (২২), শিমুলতলা গ্রামের রাশি (৪০), জোড়পুকুর গ্রামের ইমারুল (৪০), ফয়সাল (৪০), খোকন (৪৫), হাসান (৩৮), গাংনী পৌরসভার সাবেক মেয়র আশরাফুল ইসলাম (৫০), গাংনী বাজারপাড়া এলাকার মনি (৪০), হাড়িয়াদহ গ্রামের ইয়ার আলীর ছেলে ও রাইপুর ইউনিয়নের সদস্য (মেম্বর) রাজু আহমেদ (৪০), গাংনী উত্তরপাড়া এলাকার সাবেক ছাত্রলীগের নেতা ও এমপি মকবুল হোসেনের পিএস শাহিদুজ্জামান শিপু (৪০), নওপাড়া গ্রামের ইয়ারুল ইসলাম (৫০) ও মুকুল হোসেন (৪৫), গাংনী র্যাব ক্যাম্পপাড়া এলাকার সাবেক ছাত্রলীগ নেতা জুবায়ের হোসেন উজ্জল (৪০), চৌগাছা গ্রামের উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মজিরুল ইসলাম মিয়া (৫৫), মেহেরপুর ভূমি অফিসপাড়া এলাকার তুফান (৫২) সদর উপজেলার বুঁড়িপোতা গ্রামের মো. মামুন (৩৮) ও মো. সুমন (৩৫)।
আরও পড়ুন: এবার কুমিল্লার সাবেক এমপি বাহারের নামে সাংবাদিকের মামলা
নারায়ণগঞ্জে শেখ হাসিনা-শামীম ওসমানসহ ৬২ জনের বিরুদ্ধে হত্যা মামলা