বাগেরহাটের মোংলায় পশুর চ্যানেলে কয়লাবোঝাই বাল্কহেড ডুবির একমাস দুইদিন পর নিখোঁজ একজনের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে ডুবন্ত বাল্কহেড থেকে কয়লা অপসারণ শেষে ভেসে উঠে নিখোঁজ বাবুর্চির লাশ।
নিহত জিহাদ হোসেন (১৭) পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলার উত্তর শিয়ালকাঠি গ্রামের আলম হাওলাদারের ছেলে। তিনি ওই বাল্কহেডের বাবুর্চি হিসেবে কর্মরত ছিলেন।
খবর পেয়ে মোংলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বাবুর্চির লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: বাগেরহাটে দম্পতির আত্নহত্যা!
মোংলা থানার উপপরিদর্শক (এসআই) বিশ্বজিত মুখার্জী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাল্কহেডের নিখোঁজ ওই বাবুর্চির লাশ উদ্ধার করা হয়। সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, গত ১৫ নভেম্বর রাতে মোংলা বন্দরে পশুর চ্যানেলের হাড়বারিয়া এলাকায় বিদেশি জাহাজের ধাক্কায় সাতজন নাবিক ও ক্রুকে নিয়ে এমভি ফারদিন-১ নামে কয়লাবোঝাই ওই বাল্কহেডটি ডুবে যায়। এসময় দুজন নাবিক সাঁতরিয়ে অন্য নৌযানের মাধ্যমে তীরে উঠতে সক্ষম হয়। নিখোঁজ থাকে বাল্কহেডের পাঁচজন স্টাফ। পরে নিখোঁজদের মধ্যে তিনজনের লাশ উদ্ধার করা হয়। শুক্রবার বাবুর্চির লাশ উদ্ধারের পর এখনো একজন নিখোঁজ রয়েছেন।
আরও পড়ুন: বাগেরহাটে নিখোঁজের ২ দিন পর কৃষকের লাশ উদ্ধার
বাগেরহাটে শ্বশুরবাড়ি গিয়ে স্ত্রীকে কুপিয়ে ‘হত্যা’, স্বামী পলাতক