আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোহাম্মদ সাহাবুদ্দিনকে বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করে গেজেট বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
সোমবার নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত গেজেট প্রজ্ঞাপন জারি করেছে ইসি।
আগের দিন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থী মোহাম্মদ সাহাবুদ্দিনকে (৭৪) দেশের রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করেন।
রবিবার দুপুরে নির্বাচন কমিশন কার্যালয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সিইসি এ ঘোষণা দেন।
আরও পড়ুন: উত্তরসূরি মোহাম্মদ সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি আবদুল হামিদের শুভেচ্ছা
হাবিবুল আউয়াল বলেন, ‘নির্বাচনের তফসিল অনুযায়ী রবিবার মোহাম্মদ সাহাবুদ্দিনের জন্য দুটি মনোনয়নপত্র জমা দেয়া হয়েছিল এবং আজ যাচাই-বাছাই শেষে একটি বৈধ বলে গৃহীত হয়েছে। অন্য মনোনয়নপত্র গ্রহণ করার দরকার ছিল না।’
ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীকে দেশের পরবর্তী রাষ্ট্রপতি ঘোষণা করা হয়, কারণ সংসদে প্রতিনিধিত্বকারী অন্য কোনো রাজনৈতিক দল রাষ্ট্রপতি নির্বাচনের জন্য কোনো নাম প্রস্তাব করেনি।
রাষ্ট্রপতি হামিদ চলতি বছরের ২৩ এপ্রিল তার মেয়াদ পূর্ণ করতে চলেছেন।
সংবিধান অনুযায়ী বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার ৬০ থেকে ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।
আরও পড়ুন: মোহাম্মদ সাহাবুদ্দিন বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত