রাজধানীর মৌচাক ফ্লাইওভারের ওপরে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালক ও মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল সোয়া ৬টার দিকে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতারা হলেন—অটোরিকশার চালক মো. নয়ন তালুকদার (৭০) এবং মোটরসাইকেলের আরোহী মো. ইয়াসিন আরাফাত (২১)।
নিহত নয়ন তালুকদার যাত্রাবাড়ী ধলপুর এলাকার রমেজ তালুকদারের সন্তান ও ইয়াসিন আরাফাত দক্ষিণ মুগদার ১৪১ নম্বর বাসার জহিরুল ইসলামে সন্তান।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
এই পুলিশ কর্মকর্তা বলেন, মৌচাক ফ্লাইওভারের ওপরে সিএনজি ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই গাড়ির চালকই গুরুতর আহত হন। পরে তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।