ময়মনসিংহের গৌরীপুরে শ্যালকের ছুরিকাঘাতে ভগ্নিপতি খুনের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে উপজেলার সিধলা ইউনিয়নের আৎকাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুস ছাত্তার (৬০) উপজেলার বিশকা ইউনিয়নের হাঁসুয়াকান্দা গ্রামের মৃত সামির উদ্দিনের ছেলে এবং সিধলা ইউনিয়নের আৎকাপাড়া গ্রামের আব্দুর রশিদের মেয়ের জামাই। তিনি স্ত্রী সন্তান নিয়ে শ্বশুরবাড়িতে ঘরজামাই থাকতেন।
অভিযুক্ত ব্যক্তির নাম আল আমিন (৩৫)। তিনি পেশায় একজন দর্জি।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় যুবকের ছুরিকাঘাতে এসআই আহত
নিহতের পরিবার জানায়, ছাত্তার বিয়ের পর থেকেই স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়েকে নিয়ে ঘরজামাই থাকতেন। এখানে থেকেই ছেলেমেয়েদের বিয়ে দিয়েছেন। বছর পাঁচেক আগে শ্যালক আল আমিন মানসিক ভারসাম্য হারিয়ে ফেললে বোন জামাই ছাত্তার চিকিৎসা করিয়ে তাকে সুস্থ করে তোলেন। ইদানীং আল আমিন তার ভগ্নিপতির সঙ্গে কারণে ও অকারণে ঝগড়া করতেন। আব্দুস ছাত্তার মঙ্গলবার সকালে ঘরের বারান্দায় বসে ভাত খাচ্ছিলেন। এ সময় হঠাৎ শ্যালক আল আমিন একটি কিরিচ নিয়ে এসে ভগ্নিপতির পেটে একের পর এক ঘা দিতে থাকেন। ছাত্তারের আত্মচিৎকারে লোকজন আসলে আলামিন পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
এঘটনায় এখনও মামলা হয়নি বলেও জানান ওসি।
আরও পড়ুন: দিনাজপুরে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকের সহকারী নিহত, আহত ৩