ময়মনসিংহের মুক্তাগাছার জমি নিয়ে বিরোধে আবু রায়হান হত্যা মামলায় বাবা ও ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক মোহাম্মদ রাশেদ তালুকদার এ আদেশ দেন।
আরও পড়ুন: খুলনায় বাড়ির মালিককে হত্যা: ভাড়াটিয়ার যাবজ্জীবন কারাদণ্ড
যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা হলো-মুক্তাগাছার কাসেমপুরের হরিপুরের কেরামত আলীর ছেলে দুলাল মিয়া (৫৮) ও দুলাল মিয়ার ছেলে তানভীর আহমেদ ফরহাদ (৩০)।
আদালতে বাবা দুলাল মিয়া উপস্থিত থাকলেও ছেলে তানভীর আহমেদ ফরহাদ পলাতক রয়েছে।
২০১৩ সালের ২৪ জানুয়ারি মুক্তাগাছার হরিপুর গ্রামের জমির সীমানা নিয়ে বিরোধে খুন হন আবু রায়হান।
মামলার বিবরণে জানা যায়, মুক্তাগাছার কাসেমপুর ইউনিয়নের হরিপুর গ্রামের দুলাল মিয়া ও ফয়জুর রহমানের সঙ্গে জমির সীমানা নিয়ে বিরোধ ছিল। ২০১৩ সালের ২৪ জানুয়ারি বিকালে জমির আইল নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দণ্ডপ্রাপ্তরা দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে ফয়জুর রহমান ও তার ছেলে আবু রায়হানকে দা দিয়ে কুপিয়ে আহত করে। এসময় মারত্মক আহতাবস্থায় আবু রায়হানকে উদ্ধার করে প্রথমে মুক্তাগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা নেয়ার পথে ঐ দিনই আবু রায়হান মারা যায়।
পরদিন নিহতের বাবা ফয়জুর রহমান বাদী হয়ে ছয়জনের নামে মুক্তাগাছা থানায় মামলা করলে পুলিশ তদন্তে দুই জনের সম্পৃক্ততা পায়।
মামলাটিতে ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহন ও শুনানি শেষে মঙ্গলবার এ আদেশ দেন আদালত।
আদালতে সরকারি পক্ষে আইনজীবী সঞ্জীব সরকার ও আসামি পক্ষে এ এইচ এম খালেকুজ্জামান মামলাটি পরিচালনা করেন।