ঢাকার কেরাণীগঞ্জ ও মোহাম্মদপুর এলাকা থেকে রবিবার (১৯ নভেম্বর) আদাবর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রাকিব শেখসহ পাঁচজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তার বাকিরা হলেন- মো. মাসুম (৩২), মো. আলমগীর (৩৮), মো. রাসেল (৩৮) ও মো. জাহাঙ্গীর আলম (৫৫)।
এদের মধ্যে রাকিব ও জাহাঙ্গীরকে কেরাণীগঞ্জ এবং বাকিদের মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
র্যাব সদর দপ্তরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া উইং) শিহাব করিমের সই করা র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর মোহাম্মদপুর ও আদাবরে গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতামূলক কর্মকাণ্ডের সব ঘটনার মূল পরিকল্পনাকারী ছিলেন রাকিব। ধানমন্ডি ও নিউমার্কেট এলাকাসহ ঢাকার কয়েকটি থানায় আটটি মামলার আসামি তিনি।
আরও পড়ুন: চট্টগ্রামে অস্ত্রসহ স্থানীয় যুবদল নেতা গ্রেপ্তার
এ ছাড়া, গত কয়েকদিন ধরে অবরোধ ও হরতাল চলাকালে যুবদল নেতা রাকিবের নেতৃত্বে মাসুম, আলমগীর, রাসেল, জাহাঙ্গীর রাজধানীর মোহাম্মদপুর ও আদাবরে নাশকতামূলক কর্মকাণ্ড চালায়।
গোপন সংবাদের ভিত্তিতে এলিট ফোর্সের সদস্যরা রবিবার মোহাম্মদপুর ও কেরাণীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হয়।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের জন্য আইনি প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: চট্টগ্রামে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর, ৫ যুবদল-ছাত্রদল নেতাকর্মী আটক