চট্টগ্রামে বিএনপির আঙ্গ সংগঠন সমূহের উদ্যোগে তারুণ্য সমাবেশকে কেন্দ্র করে ছাত্রলীগ ও যুবদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছে।
বুধবার (১৪ জুন) বেলা সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম কলেজ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: চবিতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা তদন্তে ৩ কমিটি
আহতদের মধ্যে চান্দগাঁও থানা যুবদল কর্মী ফয়সাল সায়েম, মহসিন, জুনায়েদ রয়েছেন।
আহত যুবদল কর্মী সায়েম জানায়, চান্দগাঁও এলাকা বাস নিয়ে আমরা কাজীর দেউড়ি এলাকায় তারুণ্যের সমাবেশ যাওয়ার সময় চট্টগ্রাম কলেজ এলাকায় আমাদের গাড়িকে লক্ষ্য করে ইটপাটকের মেরে গাড়ি থামিয়ে ২০/২৫ জন ছাত্রলীগ কর্মীরা হামলা চালায়। পরে আমরা সংগঠিত হয়ে তাদের ধাওযা করি। এছাড়া তাদের হামলায় কয়েকজন আহত হয়েছে।
সিএমপির চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের বলেন, ছাত্রলীগ ও যুবদলের মধ্যে সংঘর্ষ চলছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে পৌরসভা নির্বাচন: ২ কাউন্সিল প্রার্থীর মধ্যে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
বরিশাল সিটি নির্বাচন: হাতপাখার প্রার্থীর ওপর হামলা, নৌকার কর্মীদের সঙ্গে সংঘর্ষ