রাজধানীতে যাত্রীবাহী বাস একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে একজন নিহত ও একজন আহত হয়েছেন। সোমবার ভোরে কলাবাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত উজির আহমেদ (৫৫) কুমিল্লার লাকসাম থানার আউশ পাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এবং একজন ফাস্ট ফুড ব্যবসায়ী।
তিনি পরিবার নিয়ে কলাবাগান স্টাফ কোয়ার্টারের ৮ নম্বর বিল্ডিংয়ে থাকতেন।
জানা যায়, ভোরে কলাবাগান স্টাফ কোয়ার্টারের সামনে উজির আহমেদ একটি সিএনজিচালিত থ্রি-হুইলারে ওঠার সময় এ ঘটনা ঘটে। হঠাৎ সাভার পরিবহনের একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়।
আরও পড়ুন: নাটোরের বড়াইগ্রামে একই স্থানে ফের সড়ক দুর্ঘটনা, আহত ২
গুরুতর আহত উজিরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সকাল সাড়ে ৬টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসময় তিন চাকার চালকও আহত হওয়ায় তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।
নিহতের ছেলে আব্দুল মজিদ জানান, ভোরে নাতি তানজিনকে নিয়ে তার বাবা মাদরাসায় যাচ্ছিলেন। অপেক্ষমাণ সিএনজিচালিত অটোরিকশায় ওঠার সময় এ ঘটনা ঘটে।
তিনি বলেন, ‘আমি দ্রুত আমার বাবাকে ঢামেকের হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাই, সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।’
তিনি আরও জানান, সাভার পরিবহনের একটি বাসের ধাক্কায় এ ঘটনায় আহত সিএনজি চালককে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যূ