রাজধানীর মিরপুর এলাকার একটি মার্কেট থেকে ২১৩টি অননুমোদিত মোবাইল হ্যান্ডসেট জব্দ করা হয়েছে।
মঙ্গলবার বিটিআরসি এক বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪) এর এনফোর্সমেন্ট অ্যান্ড ইন্সপেকশন টিম মিরপুর শপিং কমপ্লেক্সের আটটি দোকানে অভিযান চালিয়ে এসব জব্দ করেছে।
এতে বলা হয়, অভিযানে দীর্ঘদিন ধরে অননুমোদিত মোবাইল হ্যান্ডসেট ব্যবসার সঙ্গে জড়িত ছয়জনকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।
বিবৃতিতে বলা হয়েছে, আটকদের বিরুদ্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ আইন, ২০০১- এর অধীনে আইনি প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: মার্চ মাসে ১১৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি
জানুয়ারি মাসে ২১১ কোটি টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি