বিএনপি ও সমমনা বিরোধী দলের ডাকা দেশব্যাপী অবরোধচলাকালে দেশের বিভিন্ন স্থানে হামলা, নাশকতা ও সহিংসতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বুধবার ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রাসেল ভূঁইয়াকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার(৮ নভেম্বর) র্যাবের সদর দপ্তরের মিডিয়া উইংয়ের সহকারী পুলিশ সুপার (এএসপি) ইমরান খান জানান, তিন পুলিশ সদস্যকে কুপিয়ে আহত করা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: পুলিশ কনস্টেবল হত্যা মামলায় ছাত্রদল নেতা আমান গ্রেপ্তার
গত ২৮ অক্টোবর হামলা ও নাশকতাসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার অভিযোগে এ পর্যন্ত মোট ২৫১ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
বর্তমানে রাজধানীতে দেড় শতাধিক টহল দল এবং সারাদেশে ৪৫০টি র্যাবের টহল দল নিয়োজিত রয়েছে।
র্যাবের দলগুলোও গুরুত্বপূর্ণ স্থানে ব্যাপক টহল দিচ্ছে।
অবরোধচলাকালে গণপরিবহনের নিরাপত্তা দিতে দূরপাল্লার বাসগুলোকে র্যাবের টিমের পাহারায় গন্তব্যে নিয়ে যাওয়া হচ্ছে।
আরও পড়ুন: ঢাকায় ১১২ মামলায় ১০ দিনে গ্রেপ্তার ১৬৩৬ জন: ডিএমপি