রাজশাহীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ইটের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
জামায়াতের কেন্দ্রীয় আমিরের গ্রেপ্তারের প্রতিবাদে মঙ্গলবার বেলা দুইটার দিকে নগরীর নিউমার্কেটের পাশ থেকে এই বিক্ষোভ মিছিল বের করে রাজশাহী মহানগর জামায়াতের নেতাকর্মীরা। মিছিল নিয়ে দড়িখরবোনা মোড়ে গেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন- রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার এসআই আবু হায়দার ও কনস্টেবল আহাদ। এদের মধ্যে আবু হায়দারের চোখে নিচে ও ওপরে আঘাত লেগেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি এমাজ উদ্দিন মণ্ডলের নেতৃত্বে রাজশাহী মহানগর জামায়াতের উদ্যোগে জামায়াত ও শিবিরের দুই শতাধিক নেতাকর্মী নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর কাদিরগঞ্জ মোড় হয়ে রেলক্রসিং পার হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নগরভবন মোড়ে গিয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
আরও পড়ুন: পুলিশি অভিযানের ৪ দিন পর খুলল বিএনপির নয়াপল্টন কার্যালয়
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের রাজশাহী মহানগর সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল, সহকারী সেক্রেটারি অধ্যাপক আব্দুস সামাদসহ অন্য নেতৃবৃন্দ।
জামায়াত নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের গণমানুষের মুক্তির জন্য ১০ দফা কর্মসূচি ঘোষণার একদিন পরই আওয়ামী সরকার অত্যন্ত ন্যক্কারজনকভাবে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানকে গ্রেপ্তার করেছে। আমরা এই গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে আমিরে জামায়াতের মুক্তির দাবি করছি।
সমাবেশের শেষ দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা গিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালান। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টাকালে উভয়পক্ষের ধাওয়া-পাল্টা হয়। এতে ইটের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হন।
নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, মিছিল করার কোনো অনুমতি ছিল না। ঝটিকা মিছিল বের করে জড়ো হওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গেলে তারা পুলিশের ওপর ইটপাটকেল ছুড়ে পালিয়ে যান। তাদের ছোঁড়া ইটের আঘাতে দুই পুলিশ আহত হয়েছেন।
তাদের হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে বলে জানান ওসি।
আরও পড়ুন: ১০ ডিসেম্বর পুলিশের ওপর হামলার অভিযোগে ইশরাকসহ বিএনপি’র ৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা