রাজশাহীর পুঠিয়া উপজেলার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ১টায় বাড়ির পার্শ্বে একটি মুরগির খামারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তানিয়া খাতুন (১৬) উপজেলার গোবিন্দনগর গ্রামের আব্দুস সাত্তার মন্ডলের মেয়ে ও ধোপাপাড়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।
তানিয়ার ভাই রনি বলেন, শুক্রবার দুপুরে আমাদের বাড়ির পার্শ্বের মুরগির খামারের পর্দা তুলতে যায় তানিয়া। পর্দার তুলার সময় বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পষ্ট হয়ে সেখানে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে।
এ সময় তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তানিয়াকে মৃত ঘোষণা করেন।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহোরাওয়ার্দী হোসেন বলেন, থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। এছাড়াও মৃতের বিষয়ে কারও কোন অভিযোগ না থাকায় তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে বন্য হাতির মৃত্যু
কুড়িগ্রামে দাদার শেষকৃত্যের পরেই বিদ্যুৎস্পৃষ্টে নাতির মৃত্যু
নেত্রকোণায় বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু, স্বজনদের অভিযোগ হত্যা