রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় এক কোটি ৯০ লাখ ৭০ হাজার টাকা মূল্যের হেরোইন জব্দ করা হয়েছে। এসময় এক মাদক কারবারিকে আটকের কথা জানিয়েছে র্যাব।
রবিবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার বাসুদেবপুর-স্লুইসগেট ব্রিজ এলাকা থেকে তাকে আটক করে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল।
সোমবার র্যাবের কোম্পানি অধিনায়ক মেজর সানরিয়া চৌধুরী এই তথ্য জানিয়েছেন।
আরও পড়ুন: রাজশাহীতে কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার
আটক সেলিম রেজা (৪২) চাঁপাইনবাবগঞ্জ সদরের জোড়াগাছী বটতলাহাট এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে রাতে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের ওই এলাকায় অভিযান চালায়। এ সময় সেলিম রেজাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছে টিস্যু কাপড়ের ব্যাগে ১ কেজি ৯৭০ গ্রাম হেরোইন পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ১ কোটি ৯০ লাখ ৭০ হাজার টাকা।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ফেনসিডিল ও হেরোইন জব্দ, আটক ১
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেলিম স্বীকার করেছেন, দীর্ঘদিন ধরে তিনি মাদক কারবারে যুক্ত। পরে তার বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করেছে র্যাব।