নওগাঁর রাণীনগরে পৃথক ঘটনায় শিশুসহ তিন জনের মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলার ধোপাপাড়া গ্রামে বিদ্যুৎপৃষ্টে এক যুবকের এবং দুপুরে মালশন গ্রামে জমির ডোবার পানিতে পড়ে এক বছর বয়সী শিশুর মৃত্যু হয়। এর আগে শনিবার বিকালে পোয়াতাপাড়া গ্রামে পুকুরের পানিতে পড়ে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বিদ্যুৎপৃষ্টে নিহত যুবকের নাম রনি হোসেন (২৮)। তিনি উপজেলার ধোপাপাড়া গ্রামের খলিল রহমানের ছেলে। আর পানিতে পড়ে নিহত শিশুরা হলেন-মালশন গ্রামের মুক্তার হোসেনের এক বছর বয়সী মেয়ে আমেনা খাতুন এবং পোয়াতাপাড়া গ্রামের সবুজ প্রামাণিকের পাঁচ বছর বয়সী মেয়ে সুমি খাতুন।
আরও পড়ুন: কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত
বিষয়টি নিশ্চিত করে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, রবিবার সকাল ৭টার দিকে যুবক রনি বাড়ির একটি কক্ষে বিদ্যুতের নষ্ট তার ঠিক করছিলেন। এ সময় বিদ্যুত তারের স্পর্শে সে মাটিতে লুটিয়ে পড়ে। এমতাবস্থায় পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন।
এদিন দুপুরে মালশন গ্রামের মুক্তার হোসেনের এক বছর বয়সী মেয়ে আমেনা খাতুনকে নিয়ে তার এক চাচাতো বোন বাড়ির পাশে খেলা করছিল। এ সময় ওই বোন বাড়ির ভিতরে গেলে শিশু আমেনা হামাগুড়ি দিতে দিতে জমির ডোবার পানিতে পড়ে মারা যায়। পরে পরিবারের লোকজন ডোবার পানি থেকে তার লাশ উদ্ধার করে।
এর আগে শনিবার বিকালে শিশু সুমি ও তার এক চাচাতো বোন বাড়ির পাশে পুকুর পাড়ে খেলাধূলা করছিলেন। এ সময় শিশু সুমি খেলনাপাতি ও হাত-পা ধুতে গিয়ে পা পিছলে পুকুরের পানিতে পড়ে মারা যায়।
পৃথক তিনটি দুর্ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।
আরও পড়ুন: বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ২