রাত পোয়ালেই লক্ষ্মীপূজা। লক্ষ্মীপূজার আয়োজন চলছে সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে। লক্ষ্মীপূজার প্রধান উপকরণ প্রতিমা আর সোলার ফুল। তাই হাট-বাজারে এখন লক্ষ্মী প্রতিমা আর সোলার ফুল বিক্রি জমে উঠেছে। নারী-পুরুষ ঘুরে দেখে পছন্দমতো প্রতিমা এবং নানা রকম সোলার ফুল ক্রয় করছেন।
ক্রেতারা বলছেন, বিগত বছরের তুলনায় এ বছর প্রতিমা আর সোলার ফুলের দাম বেশি।
বিক্রেতারা বলছেন, বাজারে সব কিছু মূল্য বৃদ্ধির কারণে এবছর প্রতিমা এবং ফুলের দাম বেড়েছে।
সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করে মা লক্ষ্মী ধন-সম্পদ আর ঐশ্বর্যের প্রতীক। লক্ষ্মীর কৃপা হলে ধন-সম্পদ বৃদ্ধি পাবে।
তাই প্রতিবছর শারদীয় দুর্গোৎসবের পর আশ্বিন মাসের শেষে পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মীপূজার আয়োজন করে থাকে।
আরও পড়ুন: করোনার কারণে ২ বছর পর কুমারী পূজা
শনিবার দুপুরে বাগেরহাট শহরের কাপুড়েপট্টিতে গিয়ে দেখা গেছে, সেখানে সোলার ফুল আর প্রতিমা বিক্রির হাট বসেছে। ক্রেতারা দর দাম করে প্রতিমা আর সোলার ফুল ক্রয় করছেন।
পাঁচ কদমের একটি সোলার ফুল ৭০ টাকা আর ৩৬ কদমের একটি ফুল একহাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।
প্রতিমা ১০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
সোলার ফুল নিয়ে হাটে বিক্রি করতে আসা কচুয়া উপজেলার শিবপুর পালপাড়া গ্রামের গৌতম শিকদার জানান, তারা প্রতিবছর লক্ষ্মীপূজার সময় সোলার ফুল বিক্রি করে।