কক্সবাজারের রামুতে গ্রামের হেডম্যান আলী আহমদকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ব্যাঙডেবা গ্রামে এ ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, মৃত হেডম্যান আলী আহমদ দীর্ঘদিন ধরে রামুর প্রত্যন্ত অঞ্চল ব্যাঙডেবায় বন রক্ষায় সোচ্চার ভূমিকা পালন করে আসছিলেন। বনখেকোদের আক্রমণেই আলী আহমদ হত্যার শিকার হয়েছেন বলে তারা ধারণা করছে।
আরও পড়ুন: রামুতে সাড়ে ৬ কোটি টাকা মূলের আইস ও ইয়াবা জব্দ, আটক ২
এদিকে আলী আহমদের হত্যাকাণ্ডের কথা জানাজানি হলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। গ্রামবাসী এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি জানান।
রামু থানার পুলিশের পরিদর্শক (তদন্ত) অরূপ কুমার চৌধুরী বলেন, খবর পেয়ে রাতে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। লাশের শরীরে অসংখ্য কোপের চিহ্ন পাওয়া গেছে। খুনের কারণ উদ্ঘাটন ও আসামিদের ধরতে অভিযান চালানো হচ্ছে।
আরও পড়ুন: রামুতে অপহৃত ৩ স্কুলছাত্র উদ্ধার, আটক ৭
রামু বৌদ্ধমন্দির ও পল্লীতে হামলার ১০ বছর, থমকে আছে বিচারকার্য