ঢাকায় রুশ দূতাবাস বলেছে, বাংলাদেশে ঈদুল আযহার চেতনা পুরোপুরি অনুভব করা যায়।
এসময় লাখ লাখ মুসলমানের আবাসস্থল হিসেবে রাশিয়া বাংলাদেশসহ বিদেশি দেশগুলোর সঙ্গে মানবিক সম্পর্ক উন্নয়নে মুসলিম সম্প্রদায়ের অবদানের প্রশংসা করে।
মঙ্গলবার দূতাবাসের অন্তর্বর্তীকালীন চার্জ ডি অ্যাফেয়ার্স একাতেরিনা সেমেনোভা ঈদুল আজহা উপলক্ষে সারাবিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি বলেন, ‘এই আনন্দময় উৎসব সুখ, সমৃদ্ধি এবং সমস্ত প্রতিকূলতাকে অতিক্রম করার শক্তি বয়ে আনুক। ঈদ মোবারক!’
তিনি বলেন, ‘রাশিয়ান দূতাবাস এবং আমার পক্ষ থেকে আমি বাংলাদেশি মুসলমানদের পাশাপাশি হজ পালনকারী সকল মুসলমানকে ঈদুল আজহা উপলক্ষে আমার উষ্ণ শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাতে চাই।’
আরও পড়ুন: সংসদের দক্ষিণ প্লাজায় সকাল ৮টায় ঈদের জামাত
কূটনীতিক বলেছেন, এই উৎসব সবসময় ইতিবাচক উদ্যোগ এবং সহানুভূতি, আত্ম-উন্নতি ও আধ্যাত্মিক উন্নয়নের আকাঙ্ক্ষা জাগিয়ে তোলে।
সেমেনোভা বলেছেন, কীভাবে ধর্মীয় সহনশীলতা এবং আন্তঃধর্মীয় সম্প্রীতি প্রচার করা, অন্যান্য বিশ্বাসের বৈচিত্র্য গ্রহণ করা এবং আমাদের সম্প্রদায়ের মধ্যে সংযোগ তৈরি করা যায়, তা গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, বাংলাদেশের মুসলমানরা কীভাবে তাদের বন্ধুবান্ধব ও পরিবারের সঙ্গে আনন্দঘন পরিবেশে এই উৎসব উদযাপন করতে সমবেত হয়, তা দেখাটাও আনন্দের বিষয়।
রাশিয়ান কূটনীতিক বলেছেন, ‘প্রত্যেকে এখানে অন্যকে সাহায্য করার উদারতা ও আতিথেয়তার মাধ্যমে এই ছুটির চেতনাকে সম্পূর্ণরূপে অনুভব করতে পারে।’
আরও পড়ুন: জাতীয় ঈদগাহ মাঠ প্রস্তুত, বৃষ্টি হলেও নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে: মেয়র তাপস
ঈদে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করলে ব্যবস্থা নেওয়া হবে: ডিএমপি কমিশনার