সাফায়াত আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিমের ছেলে।
রাষ্ট্রপক্ষের করা এক আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন। একই সঙ্গে এবিষয়ে আগামী ৬ জানুয়ারি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির দিন ধার্য করা হয়েছে।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার কাজী মাঈনুল হাসান। সাফায়াতের পক্ষে আইনজীবী ছিলেন এ এম আমিন উদ্দিন। চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে করা এক আবেদনে হাইকোর্ট গত ৯ ডিসেম্বর এক আদেশে সাফায়াতকে বিদেশ যাওয়ার অনুমতি দেয়। এই আদেশের বিরুদ্ধে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
রেইনট্রি হোটেলে ২০১৭ সালের ২৮ মার্চ বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ৬ মে বনানী থানায় মামলা হয়। এ মামলায় ওই বছরের ২৭ মে পুলিশ সাফায়াতকে গ্রেপ্তার করে। পরে তিনি জামিনে মুক্তি পান। তার বিরুদ্ধে করা মামলার বিচার চলছে ঢাকার একটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে।