রোজিনা ইসলাম ইস্যুতে সাংবাদিকদের ধৈর্য ধারণ এবং দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সকালে বঙ্গবন্ধু আ্যভিনিউতে এক অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি।
আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটি আয়োজিত অনুষ্ঠানে সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন ওবায়দুল কাদের।
তিনি বলেন, যেহেতু মামলা হয়েছে এবং বিষয়টি বিচারাধীন রয়েছে তাই সংশ্লিষ্ট সাংবাদিক ন্যায়বিচার পাবেন।
কাদের বলেন, সাংবাদিক রোজিনা ইসলামের প্রতি কোনো অবিচার হলে তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: সাংবাদিক রোজিনার গ্রেপ্তারে জাতিসংঘের উদ্বেগ প্রকাশ
তিনি বলেন, ঘটনার দিন মন্ত্রণালয়ের দায়িত্বশীল কেউ সাংবাদিকদের বিষয়টি নিয়ে ব্রিফ করলে এমন কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি হতো না।
উল্লেখ্য, মঙ্গলবার আদালত সাংবাদিক রোজিনাকে কারাগারে প্রেরণের নির্দেশ। বৃহস্পতিবার তার জামিন শুনানির দিন ধার্য করা হয়েছে।