অফিসিয়াল সিক্রেসি আইনের আওতায় গ্রেপ্তারকৃত প্রথম আলো পত্রিকার সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। বিশ্বজুড়ে সাংবাদিকদের হেনস্থা ও ঝুঁকিহীন ভাবে কাজ করতে দেয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফানি দুজারিক বলেন, ‘আমি দেখেছি...আমরা বাংলাদেশে সাংবাদিক গ্রেপ্তারের খবর দেখেছি। আমরা অবশ্যই এই বিষয়টিকে গুরুত্বের সাথে দেখছি এবং এটি একটি উদ্বেগজনক ঘটনা।’
আরও পড়ুন: সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে সাংবাদিকদের মানবন্ধন
জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র জানান, সাংবাদিকদের প্রতি তাদের এই অবস্থান বাংলাদেশ সহ বিশ্বের সকল দেশের জন্যই প্রযোজ্য।
তিনি বলেন, এই করোনা মহামারির মাঝেও বিশ্বজুড়ে সাংবাদিকরা দারুণভাবে কাজ করে গেছেন। বিশ্বের যেখানেই হোক, তাদেরকে নিজ কাজ সঠিকভাবে করতে দিতে হবে।
আরও পড়ুন: সাংবাদিক রোজিনার মুক্তি ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে টিআইবি
উল্লেখ্য, মঙ্গলবার আদালত সাংবাদিক রোজিনাকে কারাগারে প্রেরণের নির্দেশ। বৃহস্পতিবার তার জামিন শুনানির দিন ধার্য করা হয়েছে।