রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের স্থায়ী প্রত্যাবাসনের জন্য মিয়ানমারে অনুকূল পরিবেশ সৃষ্টিতে কার্যকর পদক্ষেপ গ্রহণে যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
সম্প্রতি নিউইয়র্কে বাংলাদেশ স্থায়ী মিশনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সাথে যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী লর্ড আহমদের সাক্ষাতে এ আহ্বান জানানো হয়।
বৈঠকে জলবায়ু পরিবর্তনের বিষয় নিয়েও আলোচনা হয়।
আরও পড়ুন: রোহিঙ্গা প্রত্যাবাসন: আইসিআরসির সক্রিয় ভূমিকা চায় ঢাকা
পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, বাংলাদেশ ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) সভাপতি হিসেবে এবং যুক্তরাজ্য জলবায়ু শীর্ষ সম্মেলন কপ-২৬ এর প্রেসিডেন্ট হিসেবে যৌথভাবে গ্লাসগোতে অনুষ্ঠিতব্য কপ ২৬-এর পাশাপাশি একটি ইভেন্ট আয়োজন করতে পারে।
পররাষ্ট্রমন্ত্রী মোমেন লর্ড আহমদকে জলবায়ুর অভিযোজনের ক্ষেত্রে বাংলাদেশের গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন।
লর্ড আহমদ জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে বাংলাদেশের সক্রিয় নেতৃত্বের ভূমিকার প্রশংসা করেন।