পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার বাংলাদেশের সুশাসন ও ইতিবাচক ইমেজ তুলে ধরতে লবিস্ট নয় পিআর (পাবলিক রিলেশনস বা জনসংযোগ) ফার্ম নিয়োগ দিয়েছে।’
তিনি বলেন, ‘তারা (বিএনপি-জামায়াত) যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে লবিস্ট নিয়োগ করলে সরকার ভুল ধারণা পাল্টাতে পিআর ফার্ম নিয়োগ করেছিল। এটাকে আমরা বলি পিআর ফার্ম। তবে লবিস্ট নয়।’
মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
আরও পড়ুন: জাতিসংঘে চিঠি শান্তিরক্ষা মিশনে কোন প্রভাব ফেলবে না: পররাষ্ট্রমন্ত্রী
তিনি বলেন, ‘লবিস্ট নিয়োগ দেয়া দোষের কিছু নয়। তবে যখন তাদের দেশ ও দেশের স্বার্থের ক্ষতির উদ্দেশ্যে নিয়োগ দেয়া হয় তা অন্যায়।
বিএনপির লবিস্ট নিয়োগ দেয়ার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এর প্রধান উদ্দেশ্য ছিল দেশ ও দেশের স্বার্থের ক্ষতি।’
তিনি বলেন, ‘আপনার ও আমার মধ্যে ঝগড়া থাকতে পারে। কিন্তু এর জন্য দেশের স্বার্থ জলাঞ্জলি দেয়া খুবই দুর্ভাগ্যজনক।’
এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন প্রধান অতিথি হিসেবে মুক্তিযুদ্ধ জাদুঘরে মাসব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান।
সুইজারল্যান্ডের লুজানের ফটো এলিসি মিউজিয়ামের সহযোগিতায় বাংলাদেশে অবস্থিত দেশটির দূতাবাস, ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস (আইসিআরসি) ও মুক্তিযুদ্ধ জাদুঘর যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করেছে।
আরও পড়ুন: বাংলাদেশের ব্র্যান্ডিংয়ে অঞ্চলভিত্তিক রোডম্যাপ হবে