রাষ্ট্রপতি আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষা ও চোখের সমস্যাজনিত চিকিৎসার জন্য আগামী শনিবার ১৪ দিনের চিকিৎসা সফরে ইউরোপ যাচ্ছেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন ইউএনবিকে জানিয়েছেন, শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতার এয়ারওয়েজের একটি ভিভিআইপি ফ্লাইট রাষ্ট্র প্রধানকে নিয়ে লন্ডন ও জার্মানির উদ্দেশ্যে ছেড়ে যাবে।
আগামী ২২ অক্টোবর রাষ্ট্রপতি বিমান বাংলাদেশের একটি প্লেনে দেশে ফিরতে পারেন বলেও জানিয়েছেন প্রেস সচিব।
৭৭ বছর বয়সী আবদুল হামিদ দীর্ঘদিন ধরে গ্লুকোমা রোগে ভুগছেন।
আরও পড়ুন: বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
মানবাধিকার কমিশনকে আরও সক্রিয় হতে বললেন রাষ্ট্রপতি
দুর্নীতিবাজদের শাস্তি নিশ্চিত করার আহ্বান রাষ্ট্রপতির