সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভের সঙ্গে সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
বৃহস্পতিবার সকালে শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিনের পদত্যাগ ও বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশের করা মামলা প্রত্যাহারের দাবিতে এ সমাবেশ করেন তারা।
আরও পড়ুন: শাবিপ্রবিতে অনশনে অসুস্থ শিক্ষার্থী হাসপাতালে
সমাবেশে বিএনপিপন্থী অবসরপ্রাপ্ত অধ্যাপক তাজমেরী ইসলামকে গ্রেপ্তার প্রসঙ্গে ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন বলেন, ‘তাকে মিথ্যা মামলায় কারাগারে পাঠানো হয়েছে। এর আগেও জাতীয়তাবাদী আদর্শ ধারণ করার অপরাধে অধ্যাপক মোরশেদকে বরখাস্ত করা হয়েছিল।’
তিনি বলেন, ‘আমরা অবিলম্বে শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’
শাবিপ্রবির উপাচার্য পদত্যাগ না করলে শিক্ষার্থীরা সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন ছাত্রদল সভাপতি।