রাজধানীর শাহজাহানপুরে দুর্বৃত্তের গুলিতে আওয়ামী লীগের সাবেক এক নেতা ও এক কলেজছাত্রী নিহতের ঘটনায় মামলা হয়েছে। এতে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।
নিহত জাহিদুল ইসলাম টিপুর স্ত্রী ফারহানা ইসলাম ডলি বাদী হয়ে শুক্রবার শাজাহানপুর থানায় হত্যা মামলা করেছেন বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মোল্লা জানিয়েছেন।
মামলার এজাহারে বলা হয়েছে, টিপু চার-পাঁচ দিন আগে টেলিফোনে প্রাণনাশের হুমকি পেয়েছিলেন।
এর আগে বৃহস্পতিবার রাতে শাহজাহানপুর এলাকার ইসলামি ব্যাংক হাসপাতালের সামনে দুর্বৃত্তের গুলিতে আওয়ামী লীগের মতিঝিল থানা কমিটির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু এবং বেগম বদরুন্নেসা সরকারি কলেজের শিক্ষার্থী সামিয়া আফরিন প্রীতি (২২) নিহত হন।
আরও পড়ুন: রাজধানীতে গুলিবিদ্ধ হয়ে আ’লীগ নেতাসহ নিহত ২
পুলিশ জানায়, জাহিদুল গাড়িতে করে এবং প্রীতি রিকশায় করে বাসায় ফেরার সময় রাত সোয়া ১০টার দিকে ইসলামি ব্যাংক হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
শাহজাহানপুর থানার পরিদর্শক (অপারেশন) মো. গাফফারুল আলম বলেন, ‘তারা সবাই যানজটে আটকা পড়েছিলেন। এ সময় মুখে মাস্ক ও হেলমেট পরা এক ব্যক্তি তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।’
তিনি বলেন, তারা গুলিবিদ্ধ হয়ে আহত হন এবং তাদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক রাত ১১টার দিকে জাহিদুল ও প্রীতিকে মৃত ঘোষণা করেন।
পরিদর্শক বলেন, ধারণা করা হচ্ছে জাহিদুলই একমাত্র লক্ষ্য ছিল। তবে খুনিকে ধরতে অভিযান শুরু করেছি এবং এ ব্যাপারে তদন্ত চলছে।
আরও পড়ুন: পাবনায় ছুরিকাঘাতে পৌরসভার কর্মচারী খুন
ওয়াজে নেয়ার কথা বলে ভাড়াটে খুনি দিয়ে মাকে হত্যা, মেয়েসহ আটক ২