তিনি বলেছেন, ‘শিক্ষায় গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রীর নির্দেশে শিক্ষার আলো জ¦লবে প্রতিটি ঘরে ঘরে।
বুধবার বিকালে যশোরের শার্শা উপজেলার বাগআচড়ায় ডা. মশিউর রহমান মহিলা কলেজের আমেনা খাতুন একাডেমি ভবনের উদ্বোধন শেষে এক সুধী সমাবেশ একথা বলেন তিনি।
আরও পড়ুন: ইরাবের বার্ষিক প্রকাশনা মোড়ক উন্মোচন করলেন শিক্ষামন্ত্রী
অনুষ্ঠানে বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান, শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযুদ্ধা সিরাজুল হক মঞ্জু, সাবেক রাষ্ট্রদূত মুন্সী ফয়েজ আহমেদ, ড. মশিউর রহমান সহ স্থানীয় নেতারা।
বক্তারা বলেন, নারী শিক্ষার অগ্রগতি ও নারীর ক্ষমতায়ন সুশাসনসহ দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের বিষয় উল্লেখ করা হয়।
অনুষ্ঠানটিতে শার্শা ঝিকরগাছা, কলারোয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজনৈতিক নেতারা ও সাধারণ মানুষের আগমনে শিক্ষা ও মানব মেলায় পরিণত হয়।
আরও পড়ুন: দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিতর্ক চর্চা শুরু করতে চাই: শিক্ষামন্ত্রী