প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার বলেছেন, শিগগিরই সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় চালু করার ব্যবস্থা নিচ্ছে সরকার।
তিনি বলেন, ‘আমরা করোনাভাইরাসকে অনেকাংশে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। টিকা নিয়ে আর কোনো সমস্যা নেই… আমি ইতোমধ্যে (সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে) নির্দেশ দিয়েছি। শিগগিরই স্কুল-কলেজ পুনরায় চালু করতে।’
আরও পড়ুন: মাসে এক কোটির বেশি টিকার ব্যবস্থা হয়েছে: প্রধানমন্ত্রী
আওয়ামী লীগের সাংসদ হাসিবুর রহমান স্বপনের (সিরাজগঞ্জ-৬) মৃত্যুতে শোক প্রকাশ করে সংসদে রাখা শোক প্রস্তাবের আলোচনায় যোগদানকালে প্রধানমন্ত্রী এ সব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, শিক্ষকদের ইতোমধ্যে টিকা দেয়া হয়েছে এবং এখন শিক্ষা প্রতিষ্ঠানের অন্যান্য কর্মীদের টিকা দেয়ার পদক্ষেপ চলছে।
তিনি বলেন, ‘যেহেতু স্কুল শিক্ষার্থীদের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার কিছু নির্দেশিকা আছে, তাই আমরা নির্দেশিকা অনুসরণ করে শিক্ষার্থীদের টিকা দেয়ার ব্যবস্থা নিচ্ছি।’
আরও পড়ুন: টাইগারদের জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন
তাই হাসিনা বলেন, সরকার কিছু ফাইজার টিকা সংগ্রহ করছে এবং মডার্নার টিকা সংগ্রহের চেষ্টা করছে। ‘অন্যান্য টিকাও আসছে। আমরা ইতোমধ্যে ছয়টি ব্রান্ডের টিকার জন্য অর্থ প্রদান করেছি’, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে এ কথা বলেন।