ছাত্রীনিবাসে এক নবীন ছাত্রীকে নির্যাতন ও ভয় দেখানোর অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাংলাদেশ ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার এক নেতা ও চার কর্মীকে সাময়িক বরখাস্ত করেছে।
শনিবার এ বিষয়ে হাইকোর্টের আদেশে তাদের বরখাস্ত করা হয়েছে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
কুষ্টিয়া ক্যাম্পাসে ইবি উপাচার্য প্রফেসর শেখ আবদুস সালামের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
আরও পড়ুন: ইবিতে ছাত্রী নির্যাতনের সত্যতা মিলেছে, ছাত্রলীগ নেত্রীসহ ৪ জনের সিট বাতিল
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন-ইবি ছাত্রলীগের পরিসংখ্যান বিভাগের সহ-সভাপতি শানজিদা চৌধুরী অন্তরা এবং তার সহযোগী তাবাসসুম ইসলাম, অর্থ ও ব্যাংকিং বিভাগের মাওবিয়া জাহান, চারুকলা বিভাগের হালিমা খাতুন উর্মি এবং আইন বিভাগের ইসরাত জাহান মিম।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইবির প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর এম মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ প্রফেসর এম আলমগীর হোসেন ভূইয়া, প্রক্টর প্রফেসর এম শাহাদাত হোসেন আজাদ ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচএম আলী হাসান প্রমুখ।
১২ ফেব্রুয়ারি রাতে অন্তরা ও তার সহযোগীদের নেতৃত্বে ছাত্রলীগের একদল নেতাকর্মী ভিকটিম প্রথম বর্ষের ছাত্রী ফুলপরী খাতুনের কক্ষে গিয়ে তাকে লাঞ্ছিত ও নির্যাতন করে।
একপর্যায়ে অন্তরা ভিকটিমকে কাপড় খুলে ফেলতে বাধ্য করে এবং ঘটনাটি তার মোবাইল ফোনে ভিডিও করে।
ভিকটিম বিষয়টি কাউকে জানালে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেবেন বলেও হুমকি দেন ওই ছাত্রলীগ নেত্রী।
১৪ ফেব্রুয়ারি ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে ভুক্তভোগী ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্র উপদেষ্টা ও হল প্রভোস্টসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেন।
বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও আইনজীবী গাজী মোহাম্মদ মহসিন হাইকোর্টে একটি রিট আবেদনও করেছিলেন।
এরপর ইসলামি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রীকে লাঞ্ছিত ও নির্যাতনের ঘটনায় জড়িত পাঁচ ছাত্রীকে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ডরমেটরি থেকে প্রভোস্টকে অপসারণ করতে বলেছে।
আরও পড়ুন: ইবিতে শিক্ষার্থী নির্যাতন: ছাত্রলীগের ১ নেত্রী ও ৪ কর্মী বহিষ্কার
ইবিতে শিক্ষার্থী নির্যাতন: বিচার বিভাগীয় প্রতিবেদনে ৬ শিক্ষার্থী অভিযুক্ত