রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর হত্যাকারীদের শিগগিরই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
রবিবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এক বৈঠকে এ কথা বলেন মন্ত্রী।
মুহিবুল্লাহ হত্যার কারণ খুঁজতে তদন্ত চলছে উল্লেখ করে তিনি বলেন,সন্দেহভাজনদের শিগগিরই আইনের আওতায় আনা হবে।
আরও পড়ুন: মুহিবুল্লাহ হত্যা: আরও ১ সন্দেহভাজন রোহিঙ্গা গ্রেপ্তার
মুহিবুল্লাহকে রোহিঙ্গাদের কণ্ঠসর উল্লেখ করে আসাদুজ্জামান খান কামাল বলেন, তিনি সবসময় তাদের প্রত্যাবাসনের কথা বলেছিলেন।
তিনি বলেন,কোন বিদেশী এজেন্ট শরণার্থী শিবিরে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করছে কিনা তা জানতে তদন্ত করছে সরকার।
ক্যাম্পে নিরাপত্তা বাড়ানোর বিষয়ে তিনি জানান, রোহিঙ্গা ক্যাম্পের চারপাশে কাঁটাতারের বেড়া বসানো হচ্ছে যা কিছুদিনের মধ্যে সম্পন্ন হবে। এছাড়াও উচ্চ নিরাপত্তা নিশ্চিতে রোহিঙ্গা ক্যাম্পে ওয়াচ টাওয়ার স্থাপন করা হচ্ছে বলে জানান মন্ত্রী।
আরও পড়ুন: মুহিবুল্লাহ হত্যায় জড়িত কাউকে ছাড় দেয়া হবে না: পররাষ্ট্রমন্ত্রী