চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত এবং একজন আহত হওয়ার অভিযোগ উঠেছে।
রবিবার রাতে উপজেলার পাঁকা ইউনিয়নের ওপারে ভারতের প্রায় দুই কিলোমিটার অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
নিহত ওই যুবকের নাম মোহাম্মদ শামিম রেজা (২৫)। তিনি শিবগঞ্জ উপজেলার দুলর্ভপুর ইউনিয়নের সড়াপাড়া এলাকার বাইরুল ইসলামের ছেলে।
আরও পড়ুন: শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহতের অভিযোগ
আহত ব্যক্তির নাম শরিফুল ইসলাম (৩৩)। একই উপজেলার পাঁকা ইউনিয়নের পোড়াপাড়া এলাকার মৃত সোহবুল হকের ছেলে।
তবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি।
স্থানীয়রা জানান, রবিবার রাতে ১০-১২ জন মিলে ভারতে গরু আনতে যায়। এসময় ভারতের চাঁদনীচক বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় শামিম রেজা। এসময় গুলিবিদ্ধ হয়ে আহত শরিফুল ইসলামসহ অন্যরা বাংলাদেশে পালিয়ে আসে। বর্তমানে শরিফুল গোপনে চিকিৎসা নিচ্ছে।
পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক জানান, স্থানীয়দের কাছ থেকে শুনেছি রবিার রাতে বিএসএফের গুলিতে একজন নিহত ও একজন আহত হয়েছে।
কিন্তু পুলিশি হয়রানি থেকে বাঁচতে তাদের পরিবার মুখ খুলছে না।
চাঁপাইনবাবগঞ্জ ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ হোসেন জানান, এখন পর্যন্ত এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকেও আমাদেরকে কিছু জানায়নি।
তিনি আরও জানান, শুনেছি ঘটনাটি অহেদপুর সীমান্ত থেকে ভারতের প্রায় দুই কিলোমিটার অভ্যন্তরে ঘটেছে। সাধারণত ভারতের অভ্যন্তরে এমন কিছু ঘটলে বিএসএফ আমাদেরকে জানিয়ে থাকে। কিন্তু এখন পর্যন্ত তারাও আমাদের কোন কিছু জানায়নি।
আরও পড়ুন: বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে ৫,৫০০ সিসিটিভি ক্যামেরা বসানো হবে: বিএসএফ