শিল্প কারখানায় প্রতিদিন চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করেছে সরকার। বৃহস্পতিবার রাষ্ট্রীয় মালিকানাধীন পেট্রোবাংলা এক প্রেস বিজ্ঞপ্তিতে নতুন এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার (২২ এপ্রিল) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
এর আগে ১১ এপ্রিল পেট্রোবাংলা জানায়, ১২ এপ্রিল থেকে ১৫ দিনের জন্য প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
সূত্র জানায়, শিল্প মালিকদের অনুরোধে নতুন এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এর আগে পেট্রোবাংলা গৃহস্থালীর গ্রাহক ও বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহের সুবিধার্থে পবিত্র রমজান মাসে প্রতিদিন বিকাল ৫ থেকে ১১টা পর্যন্ত ছয় ঘণ্টা বন্ধ রাখার জন্য সব সিএনজি রিফুয়েলিং স্টেশনকে নির্দেশ দিয়েছিল।
আরও পড়ুন: নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের আহ্বান বিজিএমইএর
কারখানায় মঙ্গলবার থেকে দিনে ৪ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে