২০০২ সালে সাতক্ষীরায় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলায় ১০ বছরের কারাদণ্ড পাওয়া এক পলাতক আসামি গ্রেপ্তার হয়েছে। শুক্রবার রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা আসামি আরিফুর রহমান রঞ্জুকে আটক করে।
২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরার কলারোয়ায় হামলা চালানোর জন্য ৫০ জনের একটি দলের নেতৃত্ব দেয়ার কথা স্বীকার করেছেন সাবেক ছাত্রদল নেতা রঞ্জু। কলারোয়ায় একটি সভায় যোগ দিয়ে ঢাকায় ফিরছিলেন শেখ হাসিনা।
বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় খুলনার একটি আদালত রঞ্জুসহ ৫০ জনের বিচার করেন।
আরও পড়ুন: শেখ হাসিনার গাড়িবহরে হামলা: দণ্ডিত ৭ আসামির জামিন স্থগিতই থাকছে
গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার শনিবার ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের বলেন, রঞ্জু ১৯৯৩ সালে কলারোয়া কলেজে ছাত্র রাজনীতি শুরু করেন। তিনি কলেজে ছাত্রদলের নেতৃত্ব দিতেন।
হাফিজ আক্তার বলেন, তদন্তের পর ৫০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়। ৩ ফেব্রুয়ারি আদালত রঞ্জুকে ১০ বছরের কারাদণ্ড দেন। রঞ্জু তখন থেকেই পলাতক ছিলেন।
অতিরিক্ত কমিশনার আরও জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য রঞ্জুকে শনিবার সাতক্ষীরার আদালতে তোলা হবে।
আরও পড়ুন: শেখ হাসিনার গাড়ি বহরে হামলা: কলারোয়ায় মামলার সাক্ষ্য গ্রহণ পুনরায় শুরু