জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে যশোরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে লংকাবাংলা ফাউন্ডেশন এক বৃক্ষরোপণ কর্মসূচীর আয়োজন করে।
‘বৃক্ষরোপণ করি, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ি’এই প্রতিপাদ্যে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খাজা শাহরিয়ার এবং টেকসিটি বাংলাদেশ লিমিটেডের জেনারেল ম্যানেজার মেজর মোহাম্মদ মোসলেম উদ্দিন সিকদার চারা রোপণের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন
এই কর্মসূচির অংশ হিসেবে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক, যশোরে ফলজ, বনজ সহ বিভিন্ন সৌন্দর্যবর্ধক প্রজাতির বৃক্ষের প্রায় ২ হাজার চারা রোপন করা হবে। দেশের বনজ সম্পদ বৃদ্ধি ও পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতার জন্মশতবার্ষিকীকে বিশেষ অর্থবহ করে তুলতে সকলকে স্বপ্রণোদিত হয়ে বৃক্ষরোপণে উৎসাহিত করাই লংকাবাংলার ফাউন্ডেশনের এই বৃক্ষরোপণ কর্মসূচীর প্রধান উদ্দেশ্য।
ভূমি ক্ষয়রোধ, ফল উৎপাদন, দীর্ঘমেয়াদী পরিবেশের ও জীববৈচিত্র্য সংরক্ষনের কথা বিবেচনা করে লংকাবাংলা ফাউন্ডেশন প্রতি বছর কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে দেশে নানা বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন পরিচালনা করে আসছে।