শেরপুরে চালককে খুন করে ব্যাটারিচালিত ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার (২৯ এপ্রিল) সকালে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের ভীমগঞ্জ এলাকায় রাস্তার পাশ থেকে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মো. উজ্জ্বল মিয়া (৪০) উপজেলার খুনুয়া মধ্যপাড়া এলাকার হলু মিয়ার ছেলে।
আরও পড়ুন: দামুড়হুদায় নিখোঁজের ২দিন পর ইজিবাইক চালকের লাশ উদ্ধার
পুলিশ ও স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা উজ্জ্বলকে খুন করে ধানখেতে লাশ ফেলে রেখে ইজিবাইক ছিনতাই করে নিয়ে পালিয়ে গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ে যাত্রী বহনের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন চালক উজ্জ্বল মিয়া। তবে গভীর রাতেও বাড়ি না ফিরলে তাকে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন।
শনিবার সকালে ভীমগঞ্জ বাজারের পাশে জোড়া ব্রিজ সংলগ্ন এলাকায় ধানখেতের আইলে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পরিবারের লোকজন খবর পেয়ে লাশটি উজ্জ্বলের বলে শনাক্ত করে।
পুলিশ নিহত উজ্জ্বলের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
এ ব্যাপারে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান জানান, আমরা প্রাথমিকভাবে তদন্ত করছি। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে কাজ চলছে। আশা করছি দ্রুতই জড়িতদের গ্রেপ্তার করা সম্ভব হবে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, ইদানিং রাতে ইজিবাইক নিয়ে বের হওয়ার পর সকালে চালকের লাশ উদ্ধারের ঘটনা ঘটছে। আমরা এটি রোধে জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছি।